ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বড়দিনের উৎসবে যোগ দিতে গিয়ে ২০ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বড়দিনের উৎসবে যোগ দিতে গিয়ে ২০ জনের মৃত্যু দুই গাড়ির মধ্যে দুর্ঘটনা, (ছবি: সংগৃহীত)

ফিলিপাইনে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের (মিনি বাস) সংঘর্ষে কমপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা বড়দিনের প্রার্থনা-উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।

পথিমধ্যে এই ঘটনা ঘটলো।  

বর্তমানে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪ জনের মতো। দেশটির উত্তরের লা ইউনিয়ন প্রদেশে এই ঘটনা ঘটেছে।

বড়দিনের বিশেষ প্রার্থনায় যোগ দিতে ভ্যানযাত্রীরা পাশের পাঙ্গাসিনান প্রদেশে যাচ্ছিলেন। সেখানে রোমান ক্যাথলিক চার্চে তারা প্রার্থনায় অংশ নিতেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।