ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৫ দুর্ঘটনা কবলিত বাসটি। ছবি: এনডিটিভি

ঢাকা: মধ্যপ্রেদেশের ইন্দোরে একটি স্কুলবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে ইন্দোরের কানাদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যের রাজধানী ভোপাল থেকে ১৭০ কিলোমিটার দূরের ইন্দোরে এ দুর্ঘটনা ঘটে।

স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ তিন স্কুলছাত্রের মৃত্যু হয়।

বাসটি দিল্লি পাবলিক স্কুলের। নিহত শিক্ষার্থীরাও ওই স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া বলে জানিয়েছে এনডিটিভি।   

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।