ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে দুর্ঘটনায় ৪ অ্যাথলেট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দিল্লিতে দুর্ঘটনায় ৪ অ্যাথলেট নিহত দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি দুর্ঘটনায় ৪ জন অ্যাথলেট নিহত ও অন্য দু’জন আহত হয়েছেন। হতাহত ছয়জনই ভারোত্তলন খেলোয়াড়।

গুরুতর আহত ভারোত্তলনে বিশ্ব চ্যাম্পিয়ন স্বাক্ষম যাদব ও অন্য খেলোয়াড় বালিকে উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগ ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাক্ষম গত বছর মস্কোয় অনুষ্ঠিত ভারোত্তলন বিশ্বকাপে একটি ক্যাটাগরিতে ভারতের হয়ে শিরোপা অর্জন করেন।

নিহতদের মধ্যে রয়েছেন- হরিশ, টিঙ্কু ও সুরাজ। চতুর্থজনের নাম এখনও জানতে পারেনি পুলিশ।

রোববার (০৭ জুন) ভোরে ওই ছয় অ্যাথলেট দিল্লি থেকে পানিপথে যাওয়ার পথে দিল্লি-চণ্ডিগড় মহাসড়কের আলীপুর এলাকায় দুর্ঘটনায় পড়েন। একটি সিডান গাড়িতে ভারোত্তলনের সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, গাড়িটি খুব উচ্চগতিতে চলছিল। ভোর চারটার দিকে দিল্লি-হরিয়ানা সিংহু সীমান্তের কাছাকাছি আলীপুর এলাকায় গাড়িটি সড়ক বিভাজককে আঘাত ও পোল ভেঙে রাস্তার পাশে পড়ে যায়। গাড়ির গতি এতোই বেশি ছিল যে, পোলটিকে আঘাতের আগে সেটি কয়েকবার ঘুরপাক খায় ও সেটির ছাদের সম্পূর্ণটাই উড়ে যায়।

হতাহত ছয় অ্যাথলেটই উত্তর দিল্লির বাসিন্দা। তাদের মধ্যে স্বাক্ষম নাগলই ও বালিসহ অন্যরা তিমারপুরে থাকতেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।