ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি জাতীয় সংগীত গেয়ে কাশ্মীরে গ্রেফতার ৪ খেলোয়াড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
পাকিস্তানি জাতীয় সংগীত গেয়ে কাশ্মীরে গ্রেফতার ৪ খেলোয়াড়

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ক্রিকেট ম্যাচ শুরুর আগে পাকিস্তানের জাতীয় সংগীত গাওয়ায় স্থানীয় চার খেলোয়াড়কে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩ জানুয়ারি কাশ্মীরের বান্দিপোরা জেলার অরিন গ্রামে একটি টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় ও পার্শ্ববর্তী দর্দপোরা গ্রামের মধ্যকার লড়াইয়ে ওই সংগীত বাজানোর পর তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সোমবার (৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, টুর্নামেন্ট আয়োজক তিন জন ও দু’দলের খেলোয়াড়রা ম্যাচের শুরুতে পাকিস্তানের জাতীয় সংগীত গান।

সেই দৃশ্য মোবাইল সেটে ভিডিও করেন এক ব্যক্তি। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়।

এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। রোববার (৭ জানুয়ারি) চার খেলোয়াড়কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভিডিও দেখে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।