ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাস্পিয়ান সাগরে ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
কাস্পিয়ান সাগরে ইরানের যুদ্ধ জাহাজ বিধ্বস্ত

ঢাকা: ঝড়ের কবলে পড়ে কাস্পিয়ান সাগরে ইরানের একটি যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দুই নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।  

খবরে বলা হয়, আয়তনে বিশ্বের বৃহত্তম আবদ্ধ জলাশয় কাস্পিয়ান সাগরে  ঝড়ের কবলে পড়ে কংক্রিটের সঙ্গে ধাক্বা লেগে ইরানের একটি জাহাজ বিধ্বস্ত হয়।

 

ইরানের গিলান প্রদেশের কাস্পিয়ান বন্দর সংলগ্ন এলাকায় ঘটনা ওই দুর্ঘটনায় জাহাজের দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন।  

জানা যায়, ১০০মিটার দৈর্ঘ্যের যুদ্ধ জাহাজটির নাম ‘দামাভান্দ’। সামুদ্রিক ঝড়ে চার মিটার উচ্চতার ঢেউয়ের তোপে বিধ্বস্ত হয়ে যায় এটি।  

জাহাজে থাকা ছয়জন নাবিক এ সময় পানিতে লাফিয়ে পড়েন। এর মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমএসএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।