ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে প্রেমের গুজবকে ‘জঘন্য’ বললেন হ্যালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ট্রাম্পের সঙ্গে প্রেমের গুজবকে ‘জঘন্য’ বললেন হ্যালে নিকি হ্যালে ও ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালে তার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেম চলছে বলে যে গুজব ছড়িয়েছে, তাতে বেজায় চটেছেন। তিনি বলেছেন, এই গুজব ‘অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য’। 

এই গুজব ছড়িয়েছে মূলত ডোনাল্ড ট্রাম্পের এক বছরের হোয়াইট হাউসের জীবন কাহিনী নিয়ে  সাংবাদিক মাইকেল উলফের লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প’ থেকে।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পলিটিকো’র ওমেন রুল পোডকাস্ট বিভাগের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সী হ্যালে তার চেয়ে ২৫ বছরের বড় প্রেসিডেন্টের সঙ্গে প্রণয়ের সব গালগল্প উড়িয়ে দেন।

তিনি বলেন, ‘এটা একেবারেই সত্য নয়। বরং অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য। ’

উলফ বইটিতে দাবি করেন, ট্রাম্প প্রেম করছেন এবং অবৈধ ওই প্রণয় যার সঙ্গে, তার বর্ণনাও বইতে রয়েছে। ব্যাপারটিকে প্রতিষ্ঠিত করতে এ বইয়ে হ্যালেকে উল্লেখ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের নারী হিসেবে। তিনি নিজেকে ট্রাম্পের পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে দেখছেন বলেও উল্লেখ করা হয় বয়টিতে। দাফতরিক কাজের বাইরে হ্যালে একান্তভাবে ট্রাম্পের সঙ্গে প্লেনে ও ওভাল অফিসে সময় কাটাচ্ছেন বলেও উলফের বইতে দাবি করা হয়।

এসব কিছুর সমালোচনায় রাষ্ট্রদূত হ্যালে বলেন, আমি একবারই মাত্র প্রেসিডেন্টের সঙ্গে তার এয়ার ফোর্স ওয়ান প্লেনে চড়েছি এবং সেসময় রুমে তার সঙ্গে আরও অনেকে ছিল। তাছাড়া আমি নাকি ওভাল অফিসে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলে আসছি, আসলে আমি কখনোই নিজের ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলিনি এবং কখনোই তার সঙ্গে একা দেখা করিনি।

হ্যালে তার বিরুদ্ধে ছড়ানো এই গুজবকে অভিহিত করেছেন দৃঢ় মনোবলের নারীকে দেখে সইতে না পারা ক্ষুদ্র একটি দলের পুরুষতান্ত্রিকতার বহিঃপ্রকাশ হিসেবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।