ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাস নদীতে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
মহারাষ্ট্রে বাস নদীতে পড়ে নিহত ১৩

মহারাষ্ট্রে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন ৩ জন। নিখোঁজ রয়েছেন বেশ ক’জন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দিনগত মধ্যরাতে মহরাষ্ট্রের কোলহাপুর শহরের পঞ্চগঙ্গা নদীতে বাসটি পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বাসটি উপকূলীয় শহর রত্নাগিরি থেকে খোলপুর যাচ্ছিলো।

এর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।