ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৮ মাসের শিশু ধর্ষিত, বিক্ষোভে দিল্লি উত্তাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
৮ মাসের শিশু ধর্ষিত, বিক্ষোভে দিল্লি উত্তাল ৮ মাসের শিশুকে ধর্ষণ-বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি।ছবি-সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিজ বাড়িতে ৮ মাসের একটি মেয়েশিশু ধর্ষিত হয়েছে। এ নিয়ে পুরো নয়াদিল্লি এখন বিক্ষোভে উত্তাল। পুলিশ  ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ২৮ বছর বয়সী ধর্ষক শিশুটির নিকটাত্মীয়। সে নিজেও এক সন্তানের পিতা।

এঘটনায় মঙ্গলবার প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লি। প্রতিবাদকারীরা ‘দিল্লি ধর্ষণের রাজধানী’, ‘নো মোর রেপ কালচার’, ‘জিরো টলারেন্স ফর রেপ অ্যান্ড অ্যাটেম্পট টু জাস্টিফাই ইট’ লেখা ফেস্টুন বহন করে।

বিভিন্ন মহলে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনাটি এ মুহূর্তে ভারতের রাজধানীর ‘টক অব দ্য টাউন’।

স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে বাঁচানোর জন্য এরই মধ্যে তিন দফা অস্ত্রোপচার করা হয়েছে। এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত না হলেও আগের চেয়ে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই ভয়াবহ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জানুয়ারি)। তবে তা জানাজানি হয় সোমবার স্থানীয় একটি পত্রিকায় খবর প্রকাশের পর। । শিশুটির বাবা-মা তাদের সুভাষ নগরের বাড়িতে ওই আত্মীয়ের কাছে রেখে কাজে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তারা রক্তাক্ত শিশুটিকে ক্রন্দনরত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানায়, পেশায় দিনমজুর ধর্ষক ঘটনার পর পালিয়ে গেলেও সোমবার সন্ধ্যায় সে পুলিশের হাতে ধরা পড়েছে। ধর্ষক পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে।  

দিল্লি কমিশন ফর উইমেন –এর প্রধান স্বাতী মালিওয়াল শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, ওই কদর্য লোক পুরো মানবজাতির মুখে কলঙ্ক লেপে দিয়েছে। নিজে একটি সন্তানের জনক হয়েও সে এমন বীভৎস অপকর্ম করতে পারলো!’

ধর্ষকদের আরো কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের জন্য তিনি এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। টু্ইটে তিনি প্রতিটি মেয়েশিশুর নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।