ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ৩ কন্যা নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
উত্তর প্রদেশে ৩ কন্যা নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ

ভারতের উত্তর প্রদেশে তিন কন্যা নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে মা ও এক সন্তান মারা গেলেও বেঁচে গেছে দুই সন্তান। তবে তারা গুরুতর আহত।

প্রদেশের কৃষ্ণা নগর রেলওয়ে পুলিশ স্টেশন সূত্র জানায়, তিন কন্যা সন্তান নিয়ে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ট্রেনের নিচে ঝাঁপ দেন গিতা দেবী (৩৮)। এতে এক কন্যা ও ওই মায়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত সন্তানের নাম খুশি (১৪)। গুরুতর আহত দুই সন্তান হলো- খুশবু (৫) ও কুসুম (৩)।

পারিবারিক দ্বন্দ্বের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।