ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে অভিবাসীদের দুই গ্রুপের বিবাদে আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
ফ্রান্সে অভিবাসীদের দুই গ্রুপের বিবাদে আহত ৫ সংগৃহীত ছবি

ফ্রান্সের বন্দর শহর কেলেতে ইরিত্রিয় ও আফগান অভিবাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আলাদা সম্প্রদায়ের অভিবাসীদের মধ্যে বাক-বিতণ্ডার সূত্র ধরে বিবাদ ও গোলাগুলি শুরু হয়।
 
আহত চার ইরিত্রিয় অভিবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

আহত চারজনের বয়স ১৬-১৮ বছরের মধ্যে।

আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় কাছাকাছি লিল শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।