ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে সামরিক দুই প্লেনের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
ফ্রান্সে সামরিক দুই প্লেনের সংঘর্ষে নিহত ৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সামরিক দুই প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সামরিক ফ্লাইট প্রশিক্ষণ স্কুলের প্লেন দু’টির মধ্যে স্থানীয় সময় শুক্রবার (০২ ফেব্রুয়ারি) উপকূলীয় শহর সেন্ট-ত্রোপেজের কাছে সংঘর্ষ ঘটলে এ প্রাণহানি হয়।  

নিকটবর্তী শহর বিংনোলেসের এক পুলিশ কর্মকর্তা জানান, প্লেন দু’টির একটিতে তিন ক্রু এবং অপরটিতে দুই ক্রু ছিলেন।

সংঘর্ষের ঘটনায় সবাই নিহত হয়েছেন। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়রাসহ অন্তত ২০ জন যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।