ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীকে খুন করে আত্মঘাতী পাক মন্ত্রী বিজারানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
স্ত্রীকে খুন করে আত্মঘাতী পাক মন্ত্রী বিজারানি পাক মন্ত্রী বিজারানি ও তার স্ত্রী ফারিহা রাজাক। ছবি-সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মীর হাজর খান বিজারানি ও তার স্ত্রী ফারিহা রাজাকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার, করাচিতে তাদের নিজ বাড়িতে। পরদিন   শুক্রবার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি বাইরের খুনিদের নয়, বরং মন্ত্রীর নিজেরই কাজ।

সংবাদ মাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে জানায়, মন্ত্রী বিজারানি স্ত্রী ফারিয়াকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী হন। স্ত্রী ফারিহাকে তিনি তিনবার গুলি করেন।

এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন।

পাকিস্তানের টিভি চ্যানেল জিইও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার আসল কারণ এখনো জানা না গেলেও পুলিশের ধারণা দাম্পত্য কলহ ও পারিবারিক বিবাদ থেকেই হয়তো এমন ঘটনা ঘটেছে।

পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রাইম সিনে পাওয়া সবকটি গুলির খোসা একই অস্ত্রের। মন্ত্রী বিজারানির মাথায় একটি আর তার স্ত্রীর গায়ে তিনটি বুলেটের ক্ষত। ঘটনার সময় তাদের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল।

মীর হাজর খান বিজারানি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি প্রাদেশিক এবং কেন্দ্রীয় উভয় সরকারেই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী ফারিহা রাজাক ছিলেন পেশায় সাংবাদিক।
শুক্রবাদ জুমার নামাজ শেষে মন্ত্রী বিজারানির জানাযা অনুষ্ঠিত হয়। আর তার স্ত্রী ফারিহার জানাযা অনুষ্ঠিত হয় করাচির ডিফেন্স হাউজিং অথরিটি এলাকায়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।