ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফরিনে তুরস্কের রক্তাক্ত দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
আফরিনে তুরস্কের রক্তাক্ত দিন আফরিনে একই দিনে ৭ তুর্কি সেনার মৃত্যু শনিবার দিনটিকে তুর্কি বাহিনীর জন্য রক্তাক্ত দিন করে তোলে। ছবি-সংগৃহীত

সিরিয়ার আফরিনে কুর্দি অবস্থানের ওপ হামলা চালাতে গিয়ে শনিবার ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছে তুরস্কের বাহিনী। আফরিনে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি গেরিলাদের পাল্টা হামলায় অন্তত ৭ জন তুর্কি সেনা প্রাণ হারিয়েছে। ধ্বংস হয়েছে বেশকিছু ট্যাংক ও সাঁজোয়া যান।

সংবাদ সংস্থাগুলো শনিবার দিনটিকে তুর্কি বাহিনীর জন্য ‘সবচেয়ে ভয়ঙ্কর এক রক্তাক্ত দিন’ বলে অভিহিত করেছে। এদিন মোট ৭ জন তুর্কি সেনার মৃত্যু হয়।

একটি হামলায়ই মারা যায় ৫জন। তুর্কি বাহিনীর ট্যাংক বহরের ওপর বিদ্রোহী কুর্দিদের অতর্কিত হামলাকালে এদের মৃত্যু হয়। অপর দুই তুর্কি সেনা মারা গেছে এরও আগে। একজনের মৃত্যু হয়েছে আফরিনে এবং অন্যজনের তুর্কি সীমানার ভেতরে।

তুরস্ক এর জন্য কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে দায়ী করেছে। তুরস্ক একে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে। একে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র সম্প্রসারিত অংশ বলে গণ্য করা হয়।

গত ২০ জানুয়ারি সিরিয়ার আফরিনে তুরস্ক ‘অলিভ শাখা’ নামের কুর্দি তথা ‘সন্ত্রাসী নির্মূল অভিযান’ শুরু করার পর এ পর্যন্ত ১৪ জন তুর্কি সেনা নিহত হয়েছে। তবে একই দিনে এক সঙ্গে এতোজন সেনা নিহত হওয়ার ঘটনা শনিবারই প্রথম ঘটল।

প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ ব্যাপারে দেয়া এক বিবৃতিতে বলেছেন, কুর্দি বিদ্রোহীদের এজন্য দ্বিগুণ মূল্য দিতে হবে।

তার এই বক্তব্যের পরপরই তুর্কি জঙ্গি বিমানগুলো আফরিনের উত্তর-পূর্বের কুর্দি অবস্থানের ওপর নির্বিচারে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।