ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যৌনপীড়নের অভিযোগে মেলবোর্ন মেয়রের পদত্যাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
যৌনপীড়নের অভিযোগে মেলবোর্ন মেয়রের পদত্যাগ

নিজ দপ্তরের এক নারী সহকর্মীসহ ৩ জন নারীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ মাথায় নিয়ে রোববার পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের মেয়র রবার্ট ডয়েল (৬৪)।

সংবাদ মাধ্যমগুলো জানায়, পদত্যাগকারী মেয়র রবার্ট ডয়েলের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও যৌন অসদাচরণের বেশ ক’টি গুরুতর অভিযোগ রয়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগকেই ‘অসত্য’ এবং ‘নিছক গালগল্প’ বলে দাবি করে আসছেন রবার্ট ডয়েল।

জনপ্রিয় মেয়র হিসেবে পরিচিত রবার্ট ডয়েল এ নিয়ে তৃতীয়বারের মতো শহরটির মেয়রের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে টেসা সুলিভান নামে তারই অধীনস্থ একজন নারী কাউন্সিলর তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে পদত্যাগ করেন। এরপর বিব্রত মেয়র রবার্ট ডয়েল গত ডিসেম্বরে ছুটিতে চলে যান।

টেসা সুলিভান তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলেছিলেন, মেয়র ডয়েল তার প্রতি অশোভন ও অশ্লীল মন্তব্য করেছেন এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন।

টেসা ছাড়াও অপর দুই নারী কাউন্সিলরও তার বিরুদ্ধে অনুরূপ যৌনপীড়ন ও হয়রানির অভিযোগ দায়ের করেন।

রোববার দিন শেষে রবার্ট ডয়েলের আইনজীবী নিক রাসকিন দাবি করেন তার মক্কেল পুরোপুরি নির্দোষ।

মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি রবার্ট ডয়েল মেলবোর্ন হেলথ নামের একটি পাবলিক হেলথ কেয়ার কোম্পানির চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান।

মেলবোর্ন সিটি কাউন্সিল এরই মধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।