ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সুড়ঙ্গপথ ধসে নিহত ৮, নিখোঁজ ৩ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
চীনে সুড়ঙ্গপথ ধসে নিহত ৮, নিখোঁজ ৩ 

দক্ষিণ চীনের গুয়াংঝু প্রদেশের ফোশান শহরে নির্মাণাধীন একটি সুড়ঙ্গপথ ধসে ৮ জন শ্রমিক নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে ৩জন শ্রমিক । বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফোশান শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বৃহস্পতিবার এ সংবাদ জানায়।  


খবরে বলা হয়, ৯জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তারা এখন বিপদমুক্ত। তিনজন শ্রমিক এখনো  নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জোর চেষ্টা চলছে।

ফোশান শহরের কেন্দ্রস্থলের ৮ লেনবিশিষ্ট একটি সড়কের নিচেই নির্মাণ করা হচ্ছিল এই সুড়ঙ্গপথটি। সুড়ঙ্গপথটির ভেতর দুটি বাস্কেটবল কোর্ট-পরিমাণ এলাকা ২০ ফুট গভীর গর্তের ভেতর দেবে যাবার দৃশ্য দেখানো হয় রাষ্ট্রীয় সিসিটিভির ফুটেজে।

সুড়ঙ্গপথের পাইপ ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করার পর শ্রমিকরা তা বন্ধ করার চেষ্টা চালান। এসময় হঠাই বিকট বিস্ফোরণ ঘটে যায়।

নির্মীয়মান সুড়ঙ্গপথটি হবে ২৩ কিলোমিটার দীর্ঘ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।