ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অলিম্পিক ভেন্যুতে হঠাৎ হাজির ট্রাম্প-কিম!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
অলিম্পিক ভেন্যুতে হঠাৎ হাজির ট্রাম্প-কিম! 'ট্রাম্প আর কিম'। ছবি সংগৃহীত

বাঘ-সিংহ গলাগলি করছে এটা বললেও নাহয় বিশ্বাস করা যায়! কিন্তু তাই বলে ট্রাম্প-কিম! একজন বুনো ওল তো অন্যজন বাঘা তেঁতুল।

কিন্তু দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী আসরে প্রেস এরিয়াতে হঠাৎই হাজির দুজন! তাও আবার কোলাকুলি অবস্থায়। ক্যামেরা হাতে সেখানে তখন উপস্থিত শত শত সাংবাদিক।

তারাও অবাক। প্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলে সচল হলো সবার ক্যামেরা! ক্লিক ক্লিক ক্লিক!

সাপে-নেউল সম্পর্কের এই দু’নেতাকে কোলাকুলিরত অবস্থায় উপস্থিত হতে দেখে আম দর্শকদের চক্ষু ছানাবড়া। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কেউ।  ঘোর কাটতেই মুহূর্মুহু করতালির খই ফুটলো। পড়িমরি  দৌড়ে এলো নিরাপত্তারক্ষীরা। তারা ‘কিম জং উন’ আর ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে ধরে সরিয়ে নিতে থাকলো দূরে।

এতোক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন, এরা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উনের অবিকল চেহারা ও আকৃতির মানুষ। ইংরেজিতে যাকে বলে ‘লুক অ্যালাইক’।

চেহারা, গায়ের রঙ, উচ্চতা, পোশাক-আশাক, চলনভঙ্গি আর চাহনি সবই ট্রাম্প আর কিমের হুবহু অনুরূপ।   

পরে অবশ্য ‘ট্রাম-কিম’ দুজনই গিয়ে বসলেন দর্শকসারিতে। কারণ আগেভাগেই টিকেট কেটে নিয়েছিলেন তারা।

তাদের সঙ্গে সেলফি তোলার জন্য উপস্থিত নারী-পুরুষদের মধ্যে শুরু হয়ে যায় মধুর প্রতিযোগিতা। নিরাপত্তারক্ষীরাও বা বাদ যাবে কেন! তারাও এ সুযোগে সেলফি তুলে ধন্য ! নকল হোক আর যা-ই হোক ট্রাম্প আর কিম বলে কথা!

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।