ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে মাতালের হাতে ৫ জন ছুরিকাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
প্যারিসে মাতালের হাতে ৫ জন ছুরিকাহত হামলার পর প্যারিসের রাস্তায় টহল

ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার রাতে এক পাঁড় মাতাল রাস্তায় নেমে এসে এলোপাতাড়ি  ছুরিকাঘাতে ৫জনকে জখম করেছে। ছুরিকাহত সবাইকে হাসপাতালে ভর্তি করার পর তারা এখন নিরাপদ। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার পর এই লোক বেহেড মাতাল অবস্থায় রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে সে পকেট থেকে ছুরি বের করে পথচলতি লোকদের ওপর চড়াও হয়।

  সে একে একে ৫ জনকে ছুরিকাহত করে।

এরপর আরো এক পথচারীর ওপর ছুরি হামলা চালায় সে। কিন্তু ওই লোকের গায়ে মোটা ও ভারী পোশাক থাকায় তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। ছুরি পোশাক ভেদ করে তার শরীরের আঁচড় লাগাতে পারেনি।

পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার শরীরের রক্ত লেগে ছিল। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে স্রেফ মাতলামির বশেই এই অপকর্ম করেছে নাকি অন্য কোনো হতাশা এজন্য দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে।

ছুরিকাহত ৫ জনকে হাসপাতালের ভর্তি করার পর এদের সবাই এখন বিপদমুক্ত। ছুরি হামলাকারীর নাম-ধাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।