ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক খাতে ব্যয়ে ভারত ৫ম স্থানে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
সামরিক খাতে ব্যয়ে ভারত ৫ম স্থানে প্রতীকী ছবি

অস্ত্রখাতে ব্যয়ের দিক দিয়ে ভারত এখন যুক্তরাজ্যকে প্রথমবারের মতো পেছনে ফেলে ৫ম স্থানে উঠে এসেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-র ( আইআইএসএস)  ‘মিলিটারি ব্যালেন্স ২০১৮’ শীর্ষক রিপোর্টের বরাত দিয়ে এখবর জানিয়েছে।

রিপোর্টে বলা হয়, ২০১৭ সালে সামরিক খাতে ভারতের ব্যয় দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫ বিলিয়ন ডলারে।

যা ২০১৬ সালে ছিল ৫১ দশমিক ১ বিলিয়ন ডলার।

এদিকে যুক্তরাজ্যের সামরিক ব্যয় দিনকে দিন কমছে। ২০১৬ সালে দেশটির সামরিক ব্যয় ছিল ৫২ দশমিক ৫ বিলিয়ন ডলার। যা কমে ২০১৭ সালে ৫০ দশমিক ৭ বিলিয়ন ডলারে ঠেকেছে।

ভারতের সামরিক ব্যয় বাড়লেও বিশ্বমঞ্চে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের সামরিক ব্যয় ভারতের চেয়ে তিনগুণ বেশি। অংকের হিসাবে তা ১৫০ দশমিক ৫ বিলিয়ন।

সামরিক ব্যয়ের দিক থেকে সবার আগে যুক্তরাষ্ট্রের স্থান। এর পরেই চীনের স্থান। অর্থাৎ চীন আছে দ্বিতীয় স্থানে।

 তৃতীয় স্থানে আছে সৌদি আরব। ২০১৭ সালে তেলসমৃদ্ধ মুসলিম এই দেশটি সামরিক খাতে ব্যয় করেছে ৭৬ দশমিক ৭ বিলিয়ন ডলার।

২০১৭ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থব্যয়কারী ৫টি দেশ হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, রাশিয়া ও ভারত।

অস্ত্রের পেছনে ২০১৬-১৭ সালে চীনের ব্যয় বেড়েছে শতকরা প্রায় ২৫ ভাগ। আর ভারতের ব্যয় বেড়েছে ২ দশমিক ৪ ভাগ।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।