ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র পাচারের অভিযোগে নেপালে ২ ভারতীয় গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
অস্ত্র পাচারের অভিযোগে নেপালে ২ ভারতীয় গ্রেফতার

অস্ত্র পাচারের অভিযোগে নেপালে ২ ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ নেপালের গৌড় শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার (১৮ ফেব্রুয়ারি)  হোটেলটিতে অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত  দুই ভারতীয়কে গ্রেফতার করা হয়।

এদের একজনের নাম প্রকাশ কুশাভ (২৭) এবং অন্যজনের নাম অজয় প্রসাদ কুশাভ (২১)।

অন্য এক অভিযানে পিস্তলসহ এক নেপালি নাগরিককেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ভারতীয় ভারতের কোন রাজ্যের বাসিন্দা বা এদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা খবরে উল্লেখ করা হয়নি।  
বাংলাদেশ সময়:...ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।