ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামীর ‘পরকীয়া’য় ক্ষিপ্ত হয়ে...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
স্বামীর ‘পরকীয়া’য় ক্ষিপ্ত হয়ে... প্রতীকী ছবি

স্বামী অন্য মহিলার সঙ্গে চুটিয়ে পরকীয়া করে যাচ্ছে স্রেফ এই সন্দেহেই ভারতের পাঞ্জাবের এক মহিলা স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে টয়লেটে ফেলে দিয়েছেন।

পিটিআই পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে দিয়েছে এ খবর। খবরে বলা হয়, পাঞ্জাবের জলন্ধর জেলার যোগিন্দর নগরের বাসিন্দা এই নারীর নাম সুখওয়ান্ত কাউর।

তার স্বামীর নাম আজাদ সিং। তাদের দুটি সন্তান রয়েছে।

জলন্ধরের সহকারী পুলিশ কমিশনার সতীন্দর কুমার জানান, আজাদ সিংহ তার পুরুষাঙ্গ হারিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে স্বামী আজাদ সিংহ যখন ঘুমাচ্ছিলেন তখনই এ কাণ্ড করেন সুখওয়ান্ত কাউর। প্রথমে তিনি তার স্বামীকে লোহার রড দিয়ে পেটান এবং পরে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেন।

বাংলাদেশ সময়:১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।