ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সুইজার‌ল্যান্ডে ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
সুইজার‌ল্যান্ডে ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলি, নিহত ২ গুলির ঘটনার পর পড়ে আছে নিথর দেহ

সুইজারল্যান্ডের জুরিখে একটি ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলির ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক দুইজন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

সুইস মিডিয়ায় প্রকাশিত ছবিতে ঘটনাস্থলের সামনে রাস্তার পাশে দুই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, জুরিখের ইউরোপাল্লি এলাকার ইউবিএস ব্যাংকের একটি শাখার সামনে এ গুলির ঘটনা ঘটেছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা চার থেকে পাঁচটি গুলির আওয়াজ পেয়েছেন। তবে প্রাথমিক ঘটনার কারণ জানা যায়নি।

ঘটনার পর জড়িতদের সন্ধানে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।