ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি নারীরা এবার সামরিক বাহিনীতে! 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
সৌদি নারীরা এবার সামরিক বাহিনীতে!  প্রতীকী ছবি

নারীদের জন্য চিরাচরিত নিষেধের সব বেড়াজাল একে একে ছিন্ন করে প্রগতির পথে এগিয়ে চলছে সৌদি আরব।

গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, পরিবারের অনুমতি ছাড়াই ব্যবসা করার সুযোগের পর এবার সারিক বাহিনীতে নারীদের যোগ দেবার সুযোগ অবারিত করে দিল প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নতুন সরকার।  

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সোমবার দিয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্তের খবর।

সৌদি সরকারের এ সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়েছে, মেয়েরা রিয়াদ, মক্কা, মদিনা ও আল-ক্বাসিম এই চারটি প্রদেশে আগামী বৃহস্পতিবারের মধ্যে সাধারণ সৈনিকের পদের জন্য আবেদন করতে পারবেন।  

তবে আপাতত নারীদের যুদ্ধকালীন দায়িত্ব দেয়া হবে না। বরং নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালন করবেন তারা।  নারীদের সামরিক বাহিনীতে নিয়োগ পাবার জন্য ১২টি শর্ত দেয়া হয়েছে। এসবের মধ্যে আছে আবেদনকারীকে অবশ্যই সৌদি আরবের নাগরিক হতে হবে, বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে এবং থাকতে হবে হাইস্কুল পাসের সনদ বা ডিপ্লোমা।  

আরো একটা শর্ত হলো সংশ্লিষ্ট নারীর কর্মস্থল যে শহরে বা প্রদেশে হবে সেখানে তার বাবা, ভাই, স্বামী বা পুত্রের নিজস্ব বাড়ি বা আবাসন থাকতে হবে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।