ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানকে শর্তহীন শান্তি আলোচনার প্রস্তাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
তালেবানকে শর্তহীন শান্তি আলোচনার প্রস্তাব প্রেসিডেন্ট আশরাফ গণি কাবুলে আন্তর্জাতিক সম্মেলনে। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ন্যাটো ও মিত্র বাহিনী নিয়ে বহু বছর ঘাঁটি থাকার পর তালেবানকে দমন করা তো যায়ইনি, উল্টো আফগানিস্তানের ৭ ভাগেরও বেশি এলাকা এখন তালেবানের দখলে। এ  অবস্থায় কোনো শর্ত ছাড়াই তালেবানের কাছে শান্তি আলোচনা প্রস্তাব পাঠিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

এখানেই শেষ নয় উগ্র, ধর্মোন্মাদ আর প্রতিক্রিয়াশীল এই জঙ্গি গোষ্ঠীকে বুধবার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবার প্রস্তাবও দেয়া হয় আশরাফ গনি সরকারের তরফ থেকে। সরকারের আশা, এটা  করা হলে তালেবানের মন নরম হবে এবং সবাইকে নিয়ে আফগানিস্তানে নতুন এক রাজনৈতিক পরিবেশ ও প্রক্রিয়া শুরু করা যাবে।

এবং শেষমেষ ১৬ বছর ধরে চলা রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনা শুরু করার পথ সুগম হবে।

আফগান প্রেসিডেন্ট বুধবার জঙ্গিগেহাষ্ঠি তালেবানের  কাছে এই প্রস্তাবটি দেন। শান্তি আলোচনার শুরুর ক্ষেত্র প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে তালেবানের কাছে সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবটি দেয়া হয়। পশ্চিমা জোট সমর্থিত সরকার এবং তালেবান দুপক্ষই এখন সংলাপের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। সরকারও তাই এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছে। এই আন্তর্জাতিক সম্মেলনে ‘কাবুল প্রসেস’ নামের এই ব্যবস্থার আওতাধীন ২৫ দেশের কর্মকর্তারা এতে যোগ দিয়েছেন।

প্রেসিডেন্ট গণির প্রস্তাবটি তালেবানের জন্য একটি প্যাকেজ প্রস্তাব। তার দেয়া প্রস্তাবে বন্দিদের মুক্তি দান এবং অস্ত্রবিরতির কথাও রয়েছে। এসব সুবিধার পাশাপাশি তালেবানকে কিছু ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেবার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান চাইলে তিনি সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও রাজি আছেন।

তবে তালেবান আশরাফ গণি সরকারকে চক্ষুশূল বলেই মনে করে। তারা এর আগেও স্পষ্ট বলে রেখেছে, আশরাফ গনির বর্তমান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি নয় তারা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা,  মার্চ ০১, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।