ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে সহিংসতার ছবি প্রকাশ করায় বিচারের মুখে লে পেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
টুইটারে সহিংসতার ছবি প্রকাশ করায় বিচারের মুখে লে পেন মেরিন লে পেন, ছবি: সংগৃহীত

ঢাকা: সামজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সহিংসতার ছবি প্রকাশ করায় অভিযোগ গঠন হয়েছে ফরাসী রাজনীতিবিদ মেরিন লে পেন’র বিরুদ্ধে। উগ্র ডানপন্থী রাজনীতিক পেন গত জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পরাজিত হন।

বৃহস্পতিবার (০১ মার্চ) ফ্রেঞ্চ কর্তৃপক্ষ মেরিন লে পেনের বিরুদ্ধে প্রাথমিক চার্জ দাখিল করে। দোষী সাব্যস্ত হলে ন্যাশনাল ফ্রন্ট পার্টির এ নেতার তিন বছরের করাদণ্ড ও ৭৫ থেকে ৯০ হাজার ইউরো জরিমানা হতে পারে।

২০১৫ সালের প্যারিস হামলার পর লিখিত এই টুইটগুলি ইসলামিক স্টেট অব ইরাক ও লেভান্ট (আইএসএল, দায়েস নামেও পরিচিত) সদস্যদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করার ছবি টুইটারে প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, আমেরিকান সাংবাদিক জেমস ফোলিকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে ও জর্দানি এক পাইলটকে একটি খাঁচায় পুরে জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে। যদিও ওই ছবিগুলো এর আগে নিজেরাই প্রচার করেছিলো আইএস। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশ্য এ ছবিগুলো পরে সরিয়ে নেয় তারা।

এদিকে, নিজের বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘটনাকে দেশের ভয়াবহতার চিত্র হিসেবে উল্লেখ করেছের পেন। এ ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি। তাছাড় তার আইনজীবী রদলফি বোসেলুটও অভিযোগের সত্যতা অস্বীকার করেছেন।

ন্যাশনাল ফ্রন্টের জাতীয় কংগ্রেসের মাত্র এক সপ্তাহ আগে এ অভিযোগ গঠিত হওয়ায় দলের নেতৃত্ব হাত ছাড়া হওয়ার ভয়ে পড়লেন এখন লে পেন। এমনিতেই, ২০১৭’র নির্বাচনে হারার পর থেকেই দলের মধ্যে চাপে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।