ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আজারবাইজানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
আজারবাইজানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুনে নিহত ৩০ আজারবাইজানের মাদক পুর্নবাসন কেন্দ্রে আগুন

এশিয়ার দেশ আজারবাইজানে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানির খবর জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার (০২ মার্চ) দিনের শুরুতে দেশটির রাজধানী বাকুতে রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজারবাইজানের অগ্নিনির্বাপক কর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই ভবনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুনর্বাসন কেন্দ্রটি থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্য থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।