ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোয় সেনা সদর দফতরে বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
বুর্কিনা ফাসোয় সেনা সদর দফতরে বিস্ফোরণ, নিহত ১৬ বুর্কিনা ফাসোয় সেনা সদর দফতরে বিস্ফোরণ, নিহত ১৬

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর সেনাবাহিনীর সদর দফতরে বিস্ফোরণ হয়েছে। এতে ছয় হামলাকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ নিহত হয়েছেন ১৬ জন। তবে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে। 

 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির সরকারি সূত্র জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর সদর দফতর লক্ষ্য করে জঙ্গি কায়দায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য ও ছয়জন হামলাকারীসহ ১৬ জন নিহত হয়েছেন।

 

দেশটির সেনাবাহিনীর মেডিকেল প্রধান কর্নেল আমাদু কাফানদুল বলেন, এই হামলায় আরও অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পর মুখোশ পরিহিত বন্দুকধারীরা দেশটির সেনাবাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর নিরাপত্তা রক্ষীরা এলাকাটি ঘিরে ফেললে আরেকটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।  

ঘটনাস্থলের পাশেই ফ্রান্স দূতাবাস। ওই দূতাবাসের পাশাপাশি দেশটিতে অবস্থিত নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাসও। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো বুর্কিনা ফাসোতে জঙ্গি সংগঠনগুলো ব্যাপক সংক্রিয়।
এর আগের বছরের আগস্টে উয়াগাদুগুর একটি রেস্টুরেন্টে জঙ্গি হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানি হয়। এছাড়া ২০১৬ সালের জানুয়ারিতে অপর এক রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ৩০ জন। পরে হামলার দায় স্বীকার করে আল-কায়েদা ইন দ্য ইসলামিক মেঘরেব নামে জঙ্গি গোষ্ঠী (একিউআইএম)।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
জেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।