ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পূর্ব ঘৌতার ১০ ভাগ এলাকা আসাদ বাহিনীর দখলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
পূর্ব ঘৌতার ১০ ভাগ এলাকা আসাদ বাহিনীর দখলে সিরিয়ার পূর্ব ঘৌতা যেন এক অভিশপ্ত জনপদ। ছবি-সংগৃহীত

সিরিয়ার অবরুদ্ধ পূর্ব ঘৌতা এলাকার ১০ শতাংশ এলাকা পুনর্দখল করে নিয়েছে প্রেসিডেন্ট আসাদ সমর্থিত বাহিনী। সরকারি ও সরকার সমর্থক বাহিনী এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অবরুদ্ধ বিশাল অঞ্চলটিকে পুরোপুরি দখলে নিতে স্থল হামলা আরো জোরদার করেছে।

বিদ্রোহীরাও সাধ্যমতো তীব্র প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা রাজধানী দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্থুতে গোলা ছুড়ছে।

যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের কবল থেকে পুরো এলাকাটি পুনর্দখল না করা পর্যন্ত’ তারা থামবে না।

প্রায় চার লাখ মানুষ অবরুদ্ধ শহরটিতে ক্রমাগত বোমা, রকেট ও কামান হামলার মধ্যে দিনাতিপাত করছে। প্রতিদিনই সেখানে মানুষ মরছে। খাদ্য, ওষুধ বলতে সেখানে কিছুই আর অবশিষ্ট নেই। সেখানে এ মুহূর্তে চরম মানবিক সংকট বিরাজ করছে।

জাতিসংঘের যুদ্ধবিরতিও ঠিকভাবে মানা হচ্ছে না। বিপন্ন মানুষ বিদ্রোহীদের বাধার মুখে ঘৌতা ত্যাগ করে অন্যত্রও যেতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৭ ৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।