ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে বিস্ফোরণে ভবন ধসে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
পোল্যান্ডে বিস্ফোরণে ভবন ধসে নিহত ৪ ছবি: সংগৃহীত

গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের কারণে বিস্ফোরণে পোল্যান্ডের পোজনান এলাকায় বিল্ডিংয়ের একাংশ ধসে পড়ে। দেশটির নিউজ এজেন্সি পিএপি’র সর্বশেষ খবর অনুসারে বিস্ফোরণে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী সূত্রে জানা যায়, রোববার (৪ মার্চ) সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভবনটিতে ১৮টি অ্যাপার্টমেন্ট ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার (৫ মার্চ) থেকে তদন্ত কাজ শুরু হবে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন আমরা খুটিয়ে দেখছি। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ হতে পারে বলে অনুমান করছি। তবে নিশ্চিত নয়। তদন্তের পর সব জানা যাবে। আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করা।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।