ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চলন্ত বাসে নারীযাত্রীর ছুরি হামলা, জখম ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
যুক্তরাষ্ট্রে চলন্ত বাসে নারীযাত্রীর ছুরি হামলা, জখম ৫

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াগামী একটি চলন্ত বাসে এক নারী যাত্রীর অতর্কিত ছুরি-হামলায় কমপক্ষে ৫ জন জখম হয়েছে। স্প্যানিশভাষী এই নারী এক পর্যায়ে নিজেকেও ছুরিকাহত করে। পুলিশ তাকে গ্রেফতার করে তার নামে ৫টি অভিযোগে মামলা দায়ের করেছে।

সংবাদ সংস্থাগুলো জানায়, লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে সোমবার। তেরেসা আন আন্দ্রাদে মাদ্রিগাল নামের ৪৮ বছর বয়সী এই নারী লাস ভেগাস থেকে ওকল্যান্ডগামী গ্রেহাউন্ড বাসে ভ্রমণ করছিলেন।

এক পর্যায়ে ওই নারী বিরক্তিকর আচরণ শুরু করলে বাসের চালক বাস থামিয়ে বাস থেকে নেমে তার সঙ্গে কথা বলেন। এসময় শান্ত সুবোধ আচরণ করায় তেরেসাকে আবার বাসে উঠতে দেয়া হয়।

এরপর তেরেসা হঠাৎই বাসের পেছনের সারিতে গিয়ে এক নারীযাত্রীর কোলের মেয়েশিশুকে কেড়ে নিয়ে তাকে আঘাত করতে উদ্যত হয়। নারীযাত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে তেরেসা তার পেটে ছুরি বসিয়ে দেয়। এ সময় চালকসহ অন্যরা এগিয়ে এলে তেরেসা সবাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সব মিলিয়ে পাঁচ জনকে ছুরিকাঘাতে আহত করার পর তেরেসাকে পরাস্ত করা সম্ভব হয়। পরাস্ত হবার আগে তেরেসা নিজের ঘাড়ে ও বুকেও ছুরি চালায়।

তানিয়া রাইট নামের ওই বাসের এক নারী যাত্রী বলেন, "আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎই এক নারীর চিৎকারে ঘুম ভেঙে যায়। দেখি একটি ছোট্ট শিশুকে উঁচিয়ে ছুরিহাতে সে চেচিয়ে বলছে; আমি এই বাচ্চাটাকে খুন করতে যাচ্ছি। এরপর সে বাচ্চার গায়ে আঘাত করে যাচ্ছিল (ছুরি দিয়ে নয়)। এসময় বাচ্চাটার মা চেঁচিয়ে বলছিল, ওর হাতে একটা ছুরি, দেখুন ওর হাতে ছুরি!’’

যাত্রীদের কেউ কেউ ওই নারীর আচরণকে প্রথমে স্রেফ ঠাট্টা বলে মনে করেছিলেন। পরে তাদের ভুল ভাঙে!

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।