ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কিমের বৈঠকের আমন্ত্রণে সাড়া দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
কিমের বৈঠকের আমন্ত্রণে সাড়া দিলেন ট্রাম্প কিম জং উন এবং ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। তার আমন্ত্রণে সাড়া দিয়েছেন ট্রাম্পও।

বৃহস্পতিবার (৮ মার্চ) বর্তমান বিশ্বের এই দুই মহারথীর সক্ষাতের আমন্ত্রণটি বয়ে আনেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। তারা ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করে ট্রাম্পকে বৈঠকের আমন্ত্রণ জানান।

 

প্রতিনিধিদল জানান, কিমের সঙ্গে বৈঠকে বসতে ট্রাম্প আগ্র প্রকাশ করেছেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে আরও বলা হয়, কিম পারমাণবিক অস্ত্র ও মিশাইল পরীক্ষার স্থগিত করতে সম্মত হয়েছেন। পাশাপাশি কিম পরমাণু কর্মসূচি থেকে সরে আসতেও আগ্রহী।

এ সাক্ষাতকে মাসের পর মাস ধরে দুই দেশের মধ্যে বিরাজ করা শত্রুতার ‘ব্রেকথ্রু’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।