ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘হোলা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
নিউজিল্যান্ডে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘হোলা’

নিউজিল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী সাইক্লোন ‘হোলা’। আগামী সোমবার (১২ মার্চ) নাগাদ সাইক্লোনটি দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ জন ল জানিয়েছেন, শক্তিশালী সাইক্লোনটির বিষয়ে এখনো আগাম কিছু বলা যাচ্ছে না। যেকোনো মুহূর্তে এটি যেকোনো দিকে অগ্রসর হতে পারে।

এরইমধ্যে ঝড়টি ক্যাটাগরি-৩ এ রূপ নিয়েছে।

ঝড়টি তার গতিপথে ভানুয়াতু অতিক্রম করে বর্তমানে নিউ ক্যালিডোনিয়া অভিমুখে রয়েছে। সোমবার উত্তরাঞ্চলীয় দ্বীপে আঘাত হানার পর মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপে পৌঁছাবে।

‘হোলা’র গতিবেগ দেখে মনে হচ্ছে এটি অকল্যান্ড, কোরোমানডেল পেনিনসুলা, ওয়াইকাতো, বে অব প্ল্যান্টি অ্যান্ড গিসবর্নে ব্যাপক বৃষ্টি ঝড়াবে। একইসঙ্গে তীব্র বাতাসে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি সাধন করতে পারে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।