ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ১১ আরোহীসহ তুর্কি প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ইরানে ১১ আরোহীসহ তুর্কি প্লেন বিধ্বস্ত ইরানের ম্যাপ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ওই প্লেনের আরোহী ১১ জনের সবাই নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

রোববার (১১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানায় তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।  

জানা যায়, প্লেনটিতে তুরস্কের প্রসদ্ধ ব্যবসায়ী হুসেইন বাসারানের মেয়ে তার আরও সাতজন বন্ধুর সঙ্গে অবস্থান করছিলেন।

 দুবাইতে একটি পার্টি শেষে তারা শারজাহ বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।  তুরস্কের ব্যক্তি মালিকানাধীন প্লেনটিতে তিনজন ক্রুও ছিলেন।  

সর্বশেষ খবর অনুযায়ী, ইরানি উদ্ধারকারী দল প্লেনটির খোঁজে ওই অঞ্চলে অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
পিএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।