ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিধ্বস্ত ফ্লাইটের ডাটা রেকর্ডার নিয়ে তদন্ত শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
বিধ্বস্ত ফ্লাইটের ডাটা রেকর্ডার নিয়ে তদন্ত শুরু বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটের সংগৃহীত ডাটা রেকর্ডার নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন নেপালের ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী। 

রাজ কুমার ছেত্রীর বরাত দিয়ে নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাজ কুমার ছেত্রী জানিয়েছেন, ইউএস-বাংলার ফ্লাইটটির ধ্বংসাবশেষ থেকে ডাটা রেকর্ডার উদ্ধার করা হয়।

এটি তাদের কাছে নিরাপদে রাখা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেখানকার বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) ভুলকেই সন্দেহ করা হচ্ছে।  ডাটা রেকর্ডার নিয়ে তদন্তের পর এ নিয়ে পরিস্কার তথ্য পাওয়া যাবে।

প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ জানতে সোমবার (১২ মার্চ ) রাতেই ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানায় নেপাল পুলিশ। মঙ্গলবার সকালে ফ্লাইটটির পাইলট আবিদ সুলতান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ এ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।