ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১৩ দুর্ঘটনাকবলিত বাস

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২৪ যাত্রী নিয়ে বাসটি আলমোর জেলার রামনগর-আলমোর সড়কের টোটাম গ্রামে দুর্ঘটনায় পড়ে। এতে ১৩ জনের প্রাণহানি হয়।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।  

প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী রাওয়াত উদ্ধারকাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।