ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

সহিসংসতা বন্ধে শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৮ মার্চ) দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এ প্রত্যাহারের ঘোষণা দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া সিরিসেনার বক্তব্য উদ্ধৃতি করে শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম একথা জানিয়েছে।  

সিরিসেনা বলেন, জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর শনিবার (১৭ মার্চ) মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।

 

মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতার পর গত ৬ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।