ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে বাস খাদে পড়ে নিহত ১৯, আহত ২১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ফিলিপাইনে বাস খাদে পড়ে নিহত ১৯, আহত ২১ দুর্ঘটনাকবলিত বাস। ছবি-সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি যাত্রবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গিয়ে ১৯ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানী ম্যানিলার দক্ষিণে মিনদোরো প্রদেশের পার্বত্য শহর সাবলায়াতে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থাগুলো পুলিশের বরাত দিয়ে জানায়, বাসটি রাজধানী ম্যানিলা দিকে যাচ্ছিল। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

পুলিশের মুখপাত্র ইমেলদা তোলেনতিনো বলেন, ‘‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন আমাদের জানিয়েছেন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই বাসটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বাসের যান্ত্রিক ত্রুটি নাকি ওই সময় চালক ঘুমিয়ে পড়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। দুর্ঘটনায় চালক নিজেও মারা গেছে। ’’

তবে একজন যাত্রী জানান, ব্রিজের ওপর আসার পর চালক চেঁচিয়ে সবাইকে সিটবেল্ট বাঁধতে বলছিলেন। তিনি চেঁচিয়ে বলছিলেন বাসের ব্রেক ফেল করেছে। এরপরই বাসটি বিকট শব্দে নিচে আছড়ে পড়ে।

উল্লেখ্য, সুবালায়া শহরটি রাজধানী ম্যানিলা থেকে ১২১ মাইল দক্ষিণে।

.বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।