ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প-জো বাইডেন পরস্পরকে পেটানোর হুমকি দিলেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ট্রাম্প-জো বাইডেন পরস্পরকে পেটানোর হুমকি দিলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প যেন সাপ আর নেউল। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্ষ্যাপাটে স্বভাবের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার ক্ষ্যাপাটেপনার ষোলকলা পূর্ণ করলেন। ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি পেটানোর হুমকি দিলেন। অবশ্য হুমকিটা প্রথমে এসেছিল জো বাইডেনের তরফ থেকেই।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এ সংক্রান্ত একটি টুইটারের বরাত দিয়ে বৃহস্পতিবার দিয়েছে এখবর।

ট্রাম্প তার টুইটে লিখেছেন: ‘‘ক্ষ্যাপা জো বাইডেন নিজেকে ডাকাবুকো লোক বলে প্রমাণের চেষ্টা চালাচ্ছে।

আসলে সে দুর্বল, শারীরিক ও মানসিক দুদিক থেকেই। তারপরও সে আমায় ভয় দেখাচ্ছে। এ নিয়ে দু’দুবার সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভয় দেখিয়েছে। সে আসলে চেনে না আমি কেমন বান্দা। নিমেষে সে কেঁদেও পার পাবে না। এভাবে ভয় দেখাতে এসো না, জো। ’’

আসল ঘটনার সূত্রপাত মঙ্গলবার। এদিন সাবেক ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট মায়ামিতে যৌন নিপীড়নবিরোধী একটি র‌্যালিতে যোগ দিয়ে ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের করা আপত্তিকর মন্তব্যের কড়া সমালোচনা করেন। "Access Hollywood" নামের একটি ভিডিও টেপে ট্রাম্প বলেছিলেন, নারীদের অনুমতি ছাড়াই তিনি মেয়েদের শরীর স্পর্শ করতে পারেন। এমনটি করেছেনও।

মঙ্গলবারের র‌্যালিতে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ৭৫ বছর বয়সী জো বাইডেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আমরা যদি হাইস্কুলের ছাত্র হতাম, তাহলে আমি জিমনেসিয়ামের পেছনে নিয়ে গিয়ে পিটিয়ে ওকে তুলোধুনো করতাম। ’’

জো বাইডেন এ সময় আরো বলেন, যদি শুনি সে মেয়েদের নিয়ে আপত্তিকর কথা বলেছে তাহলে আমি ওকে পিটিয়ে তুলোধুনো করবো। যে বা যারা নারীদের অবমাননা করেছে তারা আসলে সবচে কদর্য...’’

জো বাইডেন এসময় ট্রাম্পকে একটি বিশেষ ইতর প্রাণীর বাচ্চা বলেও অভিহিত করেন। ২০১৬ সালেও নির্বাচনী প্রচারাভিযানের শেষ দিকে ট্রাম্পকে নিয়ে এমন উক্তি করেছিলেন জো বাইডেন।

বাংলাদেশ সময়: ২০৩০ঘণ্টা, মার্চ ২২, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।