ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
পাপুয়া নিউ গিনিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, শনিবার (২৪ মার্চ) গ্রিনিচ সময় ১১টা ২৩ মিনিটের এই ভূমিকম্পের কেন্দ্র বা উৎপত্তিস্থল ছিল কিম্বে শহরের ১৪১ কিলোমিটার পুবে মাটির ৬৭ দশমিক ৮ কিলোমিটার নিচে। জায়গাটি নিউ ব্রিটেন দ্বীপে অবস্থিত।

প্রশান্তমহাসাগরীয় আগ্নেয়গিরির বলয়ের (‘রি অব ফায়ার’) মধ্যে অবস্থিত বিপুলায়তন এই দ্বীপরাষ্ট্রটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ বলে পরিচিত। ভূমিকম্প সেখানে নিত্যদিনের ঘটনা। ‘রিং অব ফায়ার’-এর মধ্যে এর অবস্থানের কারণেই সবসময় ভূমিকম্প ও সুনামির ঝুঁকির মধ্যে থাকে দেশটি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।