ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শেয়ারবাজ‍ারে ধস: সেরা ধনীদের ৪৩৬ বিলিয়ন ডলার গচ্চা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
শেয়ারবাজ‍ারে ধস: সেরা ধনীদের ৪৩৬ বিলিয়ন ডলার গচ্চা

শেয়ার বাজারে সূচক নামছে। তেজিভাব উবে গিয়ে ভালুকজ্বরে কাবু সারাবিশ্বের শেয়ার বাজার। দরপতন আর সুচকের অধোমুখিতার শিকার শেয়ারবাজার একের পর এক খারাপ খবর নিয়ে আসছে। 

সর্বশেষ ফেসবুকের গোপন তথ্য বিক্রির কেলেঙ্কারির ঘটনায় আরো এক দফা থুবড়ে পড়েছে বাজার। জুকারবাগের ফেসবুক শেয়ারবাজারে পতনের ষোলকলা পূর্ণ করেছে বলা যায়।

গত এক সপ্তাহেই বিশ্বের সবচেয়ে সেরা ৫০০ ধুনকুবেরের সম্মিলিত সম্পদ থেকে ১৮১ বিলিয়ন ডলার একবারে নাই হয়ে গেছে।  

সব মিলিয়ে ২০১৮ সালটাই অপয়া সেরা ধনীদের জন্য। বিশেষ করে গত পৌনে দুটি মাস। ৫০০ ধনকুবেরের জন্য সবচেয়ে বিপর্যয়কর, সবচেয়ে ক্ষতিকর পৌনে দুটি মাস। এ দুমাসে ভূমিধসের মতো এই ৫০০ জনের সম্পদে যেনবা রীতিমতো ‘পাহাড়ধস’ নেমেছে ।
 
গত দু’বছরে এমন অর্থনৈতিক বিপদ আর আসেনি, যতোটা হয়েছে গত এই কয়টা দিনে। গত এক সপ্তাহে শেয়ারের পতনস্রোতে ভেসে গেছে ১৮১ বিলিয়ন ডলার। আর গত ২৬ জানুয়ারি থেকে এ নাগাদ ক্ষতি হয়েছে ৪৩৬ বিলিয়ন ডলার।  

ট্রাজেডির নায়ক ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার জন্য গত একটি সপ্তাহ যেন ‘স্বর্গ থেকে পতন’। বিশ্বের সর্বকনিষ্ঠ সেরা ধনকুবের এই তরুণ উদ্যোক্তার জন্য গোটা সপ্তাহটি অপয়া। এই ক’দিনে ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সে তার ফরচুন থেকে নাই হয়ে গেছে ১০.৩ বিলিয়ন (১হাজার ৩০ কোটি) ডলার। ফেসবুক ইউজারদের ব্যক্তিগত তথ্য পাচার কেলেঙ্কারির পর থেকে মার্ক জুকারবার্গ আর তার প্রতিষ্ঠানে যেন সাক্ষাৎ শনির কুপ্রভাব পড়ছে--- একের পর এক। ভাবমূর্তির বারোটা যেমন বেজেছে, গোদের ওপর বিষফোঁড়ার মতো তাতে যোগ হয়েছে আর্থিক গচ্চাও। সূচকে তিন ধাপ নেমে তার অবস্থান এখন সপ্তম।  

ফেসবুক নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধাক্কায় শেয়ার সূচকে ১৪ শতাংশ নেমে গেছে ফেসবুক। ৫ কোটি ইউজারের ব্যক্তিগত গোপন তথ্য ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে পাচার করে দেবার মতো হঠকারি ‘দুর্বৃত্তপনা’র বদনাম এখন জুকারবার্গের মাথায় কাঁটার মুকুট হয়ে এঁটে বসেছে। ফেসবুকের ওপর থেকে মানুষের অগাধ আস্থার ঘরটি যেন রাতারাতি ইন্দুরে কেটেছে। শেয়ারের এমন অবিশ্বাস্য দরপতন সেকথাই প্রমাণ করে।  

এছাড়া শেয়ারবাজারে ধসের কারণে যারা শত শত কোটি ডলার হারিয়েছেন তাদের মধ্যে আছেন ওরাকল কর্পোরেশনের মালিক ল্যারি এলিসন। তার ক্ষতি ৭ বিলিয়ন (৭শ কোটি) ডলার। এছাড়া এ ক’দিনে ওয়ারেন বাফেট, জেফ বেজোস এবং ল্যারি পেইজ এই তিনজনের সম্মিলিত ক্ষতি ১৭ বিলিয়ন (১ হাজার ৭ শ কোটি ) ডলার।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।