ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় শপিংমলে আগুন, নিখোঁজ ৬৪ জনের ৪১ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
রাশিয়ায় শপিংমলে আগুন, নিখোঁজ ৬৪ জনের ৪১ শিশু আগুনে পুড়ছে শপিংমলটি

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ৬৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৪১টি শিশু। অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃত বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় রোববার (২৫ মার্চ) বিকেল ৫টা নাগাদ উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

রাশিয়ায় শপিংমলে আগুন, নিহত ৩৭

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভবনের যে অংশে সিনেমা হল এবং বিনোদনের জায়গা ছিলো মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত।

এতে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেশিরভাগই শিশু। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।  

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার পূর্বে কেমেরোভো শহরের উইন্টার চেরি নামের শপিংমলের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাড়ে ৬শ’ জরুরি উদ্ধারকর্মী কাজ করেন।  

অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, আগুনে কমপ্লেক্সের দু’টি সিনেমা হলের ছাদ ধসে গেছে। ভবনে দাহ্য জাতীয় বহু পদার্থ ছিলো। যে কারণে আগুন ভয়াবহ রূপ নেয়।

এদিকে এ ঘটনায় শোক জানিয়ে অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২০১৩ সালে শপিংমলটি চালু হয়। জনপ্রিয় এই শপিংমলে চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ, ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।