ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিপজ্জনকভাবে ‘ওভারটেক’ করায় বাসচালককে পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
বিপজ্জনকভাবে ‘ওভারটেক’ করায় বাসচালককে পিটুনি বাস চালককে পিটুনি দিচ্ছেন যাত্রীরা

বিপজ্জনকভাবে ‘ওভারটেক’ করার ভারতের কেরালায় এক বাসচালককে বেদম পিটুনি দিয়েছেন তিন যাত্রী। পিটুনি থেকে বাঁচাতে বাসের কন্ডাক্টর ও অন্য যাত্রীরা এগিয়ে এসেও ওই যাত্রীদের রোষাণল থেকে চালককে রক্ষা করতে পরেননি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (কেএসআরটিসি) একটি বাসের চালক বিপজ্জনকভাবে ওভারটেক করেন। এতে ক্ষেপে গিয়ে তিন যাত্রী চালকের আসনের কাছে গিয়ে তাকে মারধর শুরু করেন।

একপর্যায়ে চালকের নাক দিয়ে রক্ত বের হলেও যাত্রীদের ক্ষোভ নিবারণ বন্ধ হয়নি।

পরে ঘটনার মিটমাট করতে বাসের কন্ডাক্টর ও অপর যাত্রীরা এগিয়ে আসেন। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ঘটনার প্রাথমিক সমাধান হয়, অভিযুক্ত তিন যাত্রীকে ধরে নিয়ে যাওয়ার পর।

আর ‘কাণ্ডজ্ঞানহীন’ ওভারটেকিংয়ে যাত্রী রোষাণলে আহত চালক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।