ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসে আগুন, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
তুরস্কে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসে আগুন, নিহত ১৭ দুর্ঘটনার পর আগুনে পুড়ে যায় বাসটি

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ ইগদিরে যাত্রীবাহী একটি বাস বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩৬ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ মার্চ) ওই দুর্ঘটনায় এতো সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা।

ইগদির গভর্নর এনভার উনলু জানিয়েছেন, অভিবাসীবাহী একটি মিনিভ্যান বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায়।

অধিকাংশেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয়।  

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, নিহত অভিবাসীরা আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের। তাদের বহনকারী ভ্যানটি অবৈধভাবে ইরান থেকে তুরস্কে প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।