ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত দুর্ঘটনাস্থল। ছবি- বাংলানিউজ

ঢাকা: অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে অবস্থিত কাকাডু ন্যাশনাল পার্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩১ মার্চ) স্থানীয় সময় সাড়ে ১২টায় কাকাডু হাইওয়েতে একটি টোয়োটা প্রাডো মডেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। গাড়িতে চালকসহ সাতজন আরোহী ছিলেন।

আহতদের দ্রুত রয়াল ডারউইন হাসপাতালে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান জানান, হতাহতরা সবাই বাংলাদেশি এবং চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।