ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সেন্ট মেরি চার্চে হকিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
সেন্ট মেরি চার্চে হকিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন সেন্ট মেরি চার্চে হকিংয়ের সম্মানে প্রার্থনা। ছবি: সংগৃহীত

বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো যুক্তরাজ্যের ক্যামব্রিজের সেন্ট মেরি চার্চে। এসময় তাকে সম্মান জানাতে ও শোক প্রকাশ করতে চার্চে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ অতিথি।

শনিবার (৩১ মার্চ) অন্ত্যেষ্টির আগে একটি শবযাত্রার আয়োজন করা হয়। এসময় তাকে শ্রদ্ধা জানাতে কেমব্রিজের রাস্তায় জড়ো হয় শত শত মানুষ।

 

চার্চের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা এডি রেডম্যান। ২০১৪ সালে হকিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত ‘দ্য থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে ‘হকিংয়ে’র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।  

হকিংয়ের সম্মানে এডি একটি হৃদয়পর্শী শোকলিপি পড়ে শোনান আগত অতিথিদের। এসময় নভোচারী রয়াল মার্টিন রিস, হকিংয়ের এক সন্তান ও তার এক প্রাক্তন ছাত্রও আলাদা আলাদা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শুরুর সময় চার্চের ঘণ্টা ৭৬ বার বেজে উঠতে শোনেন স্থানীয়রা। চার্চের আনুষ্ঠানিকতা শেষে ট্রিনিটি কলেজে একটি প্রাইভেট রিসিপশন অনুষ্ঠিত হয়।

শনিবার সারাদিন কেমব্রিজের বেশিরভাগ স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  

জানা যায়, আগামী ১৫ জুন হকিংয়ের মরদেহ আগুনে পুড়িয়ে ওই ছাই লন্ডনের ওয়েস্টমিনস্টার এবিতে অবস্থিত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সমাধির আশেপাশে ছড়িয়ে দেওয়া হবে।

বিশিষ্ট ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ স্টিফেন হকিং গত ১৪ মার্চ ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে এসময়ের সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।