ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

একাত্তরে ছিনতাই হওয়া ভারতীয় প্লেনের পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
একাত্তরে ছিনতাই হওয়া ভারতীয় প্লেনের পাইলটের মৃত্যু ছিনতাই হওয়া সেই প্লেনের পাইলট ক্যাপ্টেন এম কে কাচরু (বামে)

১৯৭১ সালের জানুয়ারিতে ভারতীয় এয়ারলাইন্সের যে প্লেনটি দুর্বৃত্তরা ছিনতাই করে পাকিস্তান নিয়ে গিয়েছিলেন সে প্লেনের পাইলট ক্যাপ্টেন এম কে কাচরু (৯৩ বছর) মারা গেছেন।

দীর্ঘসময় রোগাক্রান্ত থাকার পর দিল্লির নিকটবর্তী ফরিদাবাদে শনিবার (৩১ মার্চ) তিনি মারা যান বলে পারিবারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।  

২৬ আরোহী ও চার ক্রু নিয়ে কাশ্মীরের শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে রওনা দেওয়া ভারতীয় এয়ারলাইন্সের প্লেনটির পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন কাচরু।

পথে দুই কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী প্লেনটিকে ছিনতাই করে পাকিস্তানের লাহোরে নিয়ে যেতে পাইলট কাচরুকে বাধ্য করেন।

ভারতীয় কারাগারে বন্দি পাকিস্তানিদের মুক্তির দাবিতে সে সময় প্লেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। যদিও ভারত সরকার সে দাবি প্রত্যাখ্যান করে।

পরে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। প্লেনের যাত্রী ও ক্রু’রা অমৃতসর হয়ে সড়কপথে ভারত ফিরে আসেন। আর পুড়িয়ে দেওয়া হয় প্লেনটি।  

ওই ঘটনার প্রতিক্রিয়ায় পরবর্তীতে ভারতীয় আকাশসীমায় পাকিস্তানি প্লেন চলাচল নিষিদ্ধ করে ভারত।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।