ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় কারাবিদ্রোহে ৭ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
মেক্সিকোয় কারাবিদ্রোহে ৭ পুলিশ কর্মকর্তা নিহত মেক্সিকোয় কারাবিদ্রোহ

ঢাকা: মেক্সিকোর ভেরাক্রজে কারাবিদ্রোহে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। বন্দিদের বিদ্রোহ দমনে একটি অভিযানের সময় তাদের মৃত্যু হয়।

দেশটির দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভেরাক্রুজের লা তমা কারাগারে এ ঘটনা ঘটে।



তবে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আহত বা নিহত কোনো কারাবন্দির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

কয়েদিরা তাদের মুক্তির আন্দোলন করছিল বলে জানা যায়। প্রসিকউটর বলছেন, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবেন। গত অক্টোবর মাসে দেশটির নুয়েভো লিওন প্রদেশে এক কারা বিদ্রোহে ১৩ জন মারা যায়।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।