ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

খুনের হারে নিউ ইয়র্ককে ছাড়ালো লন্ডন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
খুনের হারে নিউ ইয়র্ককে ছাড়ালো লন্ডন 

ঢাকা: চলতি বছরে সহিংস খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যের লন্ডন। গত জানুয়ারিতে নিউ ইয়র্ক এগিয়ে থাকলেও ফেব্রুয়ারি-মার্চ মাসজুড়ে নিউ ইয়র্ককে টেক্কা দিয়ে ঊর্ধ্বমুখী রয়েছে লন্ডন।

এবছর লন্ডনে শুধু ছুরিকাঘাতে ৪৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন, যেখানে নিউ ইয়র্কে গুলিসহ সবমিলিয়ে ৫০ জন আহত হয়েছেন।

নিউ ইয়র্ক পুলিশ ও লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সানডে টাইমসের এক প্রতিবেদনে প্রায় একই জনসংখ্যার এই দু’টি শহরে খুনের হার দেখানো হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ৮টি খুনের তদন্ত করেছে, বিপরীতে নিউইয়র্ক পুলিশ তদন্ত করেছে ১৮টি খুনের। ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ১১ জনের প্রাণ ঝরে গেছে আর লন্ডনে ঝরেছে ১৫ জনের প্রাণ। মার্চে লন্ডনে ২২টি খুনের তদন্ত হয়েছে যেখানে নিউ ইয়র্কে তদন্ত হয়েছে ২১টি খুনের।

লন্ডন পুলিশের সাবেক এক কর্মকর্তা বলছেন, এতে প্রমাণিত হয়, লন্ডনে সহিংসতা সংক্রমণ আকার ধারণ করছে।

খুন বেড়ে যাওয়ার বিষয়টি ভাবিয়ে তুলছে লন্ডন কর্তৃপক্ষকে। তারা বলছে, এটি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো? পুলিশ অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হচ্ছে অথবা তারা এ সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।