ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ফের শপিং মলে আগুন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
রাশিয়ায় ফের শপিং মলে আগুন, নিহত ১ আগুনের ঘটনায় শপিং মল থেকে বের হচ্ছে কালো ধোঁয়া

রাশিয়ার মস্কোর পূর্বাঞ্চলে একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক একজন নিহতের খবর পাওয়া গেছে। ভবন থেকে বের হচ্ছে কালো ধোঁয়া।

চারতলাবিশিষ্ট ‘পারসুস ফর চিলড্রেন’ নামে শপিং মলটিতে আগুনের ঘটনায় আতঙ্কিত লোকজন দ্রুত বের হওয়ার চেষ্টা করছেন। উদ্ধার কাজে যোগ দিয়েছেন উদ্ধারকর্মীরা।

শিশুদের প্রয়োজনীয় উপকরণ বিক্রির জন্য শপিং মলটি মস্কোবাসীর কাছে খুবই জনপ্রিয়।  

প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

গত ২৫ মার্চ রাতে রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী, শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হন। ওই ঘটনার ১০ দিনের মাথায় ফের দেশটির কোনো শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।