ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩ বছরের শিশুকে ধর্ষণের পর বাক্সে ভরে পালালো প্রতিবেশী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
৩ বছরের শিশুকে ধর্ষণের পর বাক্সে ভরে পালালো প্রতিবেশী

ভারতের উত্তর প্রদেশের রামপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের পর বাক্সে তালা মেরে পালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৮ বছর বয়সী অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার শিশুটি বাড়িতে একা ছিলো। এসময় ওই প্রতিবেশী তাকে চকলেটের লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়।

ধর্ষণের পর শিশুটিকে একটি বাক্সে তালা মেরে ওই প্রতিবেশী পালিয়ে যায়। পরে শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।  

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় যৌন নির্যাতন দমন আইনে মামলা এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।