ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরে রুশ ফ্লাইটের জরুরি অবতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
দিল্লি বিমানবন্দরে রুশ ফ্লাইটের জরুরি অবতরণ সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে ৩৪৫ জন যাত্রী নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি রুশ ফ্লাইট। যাত্রীদের সবাই নিরাপদে আছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লাইট আরএল৭৭২ ভিয়েতনামের ফু কুওক থেকে রাশিয়ার চতুর্থ বৃহত্তম শহর ইয়েকেথারিনবার্গের দিকে যাচ্ছিলো।  

ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ফ্লাইটটি ১১ নম্বর রানওয়েতে ল্যান্ড করে।

ফ্লাইটটি ল্যান্ড করার সময় বিমানবন্দরে আটটি দমকল বাহিনীর গাড়ি এবং অ্যাম্বুলেন্স উপস্থিত রাখা হয়।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।